709
Published on সেপ্টেম্বর 11, 2021বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, মাদকের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ ছাত্রলীগের রাজনীতি করতে পারবেন না। সমাজে যাদের ক্লিন ইমেজ রয়েছে তারাই ছাত্রলীগ করবেন। ছাত্রলীগ হচ্ছে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড। ভ্যানগার্ড সদস্যদের কারণে দলের বদনাম হয় এমন কিছু করা যাবে না। করোনা, বন্যা ও প্রাকৃতিক যে কোনো দুযোর্গে অসহায় মানুষের পাশে রয়েছে ছাত্রলীগ।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে সাটুরিয়া উপজেলা তিল্লী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর পক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের সঞ্চালনায় এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফুয়াদ রহমান খান, তিলোত্তমা শিকদার, কর্মসূচি ও পরিকল্না বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, ত্রান ও দুযোর্গ বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার ও উপ-প্রচার সম্পাদক রায়হান রনি প্রমুখ।
এ সময় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।