সাংগঠনিক তৎপরতার অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলায় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কর্মসূচি

537

Published on সেপ্টেম্বর 9, 2021
  • Details Image

ভোলার লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়াখালীতেও বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন এ চরটিতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কর্মসূচি বেশ সাড়া পরে। এ চরে প্রায় ৫ হাজার বাসিন্দা রয়েছে।

ওয়ার্ড কমিটি ঢেলে সাজাতে সাংগঠনিক তৎপরতার অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগ প্রতিটি ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ করার জন্য মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করে। লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে এ কর্মসূচি নেয় দলটি। সদস্য সংগ্রহ করতে প্রতিটি ইউনিয়নে পৃথক পৃথক সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। উপজেলার নয়টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ড ও পৌরসভার ১২টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে ওই কমিটি বর্ধিত সভার আয়োজনের মাধ্যমে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ করছে।

গত কয়েকদিনে উপজেলার ৯টি ইউনিয়নে প্রায় ৬ হাজার নতুন সদস্য সংগ্রহসহ আগামী সপ্তাহের মধ্যে প্রায় ১৫ হাজার সদস্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার।

চর কচুয়াখালীতে সদস্য সংগ্রহকালে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সহ-দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বী, পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান বেপারী, সম্পাদক শহিদ উল্যাহ সেলিম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত