575
Published on সেপ্টেম্বর 5, 2021হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেনিফোল্ড অক্সিজেন সঞ্চালন লাইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তারের সভাপতিত্বে ও ডা. ইশতিয়াক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাস্টার, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ও উপজেলা প্রকৌশলী মো. মিনারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আব্দুল মজিদ খান বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সরকার অত্যন্ত আন্তরিক। দেশের প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে যখন যা প্রয়োজন তা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে জনপ্রতিনিধিরাও অত্যন্ত আন্তরিক এবং সচেতন।
রোগীদের সেবার মান নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ রোগীরা যেন কোনো ক্ষেত্রে আপনাদের (ডাক্তারদের) কারণে অবহেলার শিকার বা চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। রোগীরাও ডাক্তারদের সুচিকিৎসা করার সুযোগ দিতে হবে। কারণ কোনো ডাক্তারই চান না রোগী ক্ষতিগ্রস্ত হোক। তাই ডাক্তারদের প্রতি সবাই আন্তরিক হতে হবে। কারণ উপজেলা পর্যায়ে ডাক্তাররা সাধারণত থাকতে চান না। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুব কঠোর অবস্থানে রয়েছেন।
পরে তিনি একজন শ্বাসকষ্টের রোগীকে অক্সিজেন মাস্ক পড়িয়ে মেনিফোল্ড অক্সিজেন সঞ্চালন লাইনের উদ্বোধন করেন এবং অক্সিজেন সিলিন্ডার পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য গোলাম কিবরিয়া লিলু, ৪ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. রেখাছ মিয়া, ৩ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জীবন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ছায়েব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান, সাবেক সভাপতি এ জেড এম উজ্জ্বল প্রমুখ।