1121
Published on সেপ্টেম্বর 2, 2021পলি মাটির বুকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করা টুঙ্গিপাড়ার খোকা থেকে বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কলকাতার পিচঢালা পথ থেকে ঢাকার রাজপথ আবার গোপালগঞ্জ কিংবা টাঙ্গাইলের নির্বাচনে বঙ্গবন্ধুর নির্ভরযোগ্য বাহন ছিল এই বাইসাইকেল।
দীর্ঘ রাজনৈতিক জীবন ও সংগ্রামের সাথে জড়িত বাইসাইকেল এর ইতিহাস নবপ্রজন্মের কাছে তুলে ধরতে ভিন্ন রকমের আয়োজন করেন গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা সুলতান মো: সিরাজুল ইসলাম।
বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার দুটি গ্রামে ১২ কিলোমিটার বাইসাইকেল যাত্রা করেন।
এ সময় সুলতান সিরাজ বলেন, 'তরুণ প্রজন্মের অনেকেই জানেন না বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে। কিভাবে পথে-প্রান্তরে বাই সাইকেল নিয়ে ঘুরে ঘুরে দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে তৈরি করার জন্য আমরা সবসময় চেষ্টা করি। বঙ্গবন্ধু আমার রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা বঙ্গবন্ধুর অবিনশ্বর এই আদর্শকে কিভাবে মানুষের মাঝে তুলে ধরা যায় এ বিষয়ে সব সময় ছাত্রলীগ কাজ করবে।'
এ সময় গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।