ছাত্রলীগের খাদ্য কার্যক্রমে সুবিধা পেলেন ৪৪৬৭ জন

636

Published on সেপ্টেম্বর 2, 2021
  • Details Image

টানা ৪৩ দিন চলার পর আজ  শেষ হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের খাদ্য সামগ্রী উপহার কার্যক্রম। এর আগে সাধারণ শিক্ষার্থী এবং অসহায় জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে বাংলাদেশের বৃহৎ এই ছাত্র সংগঠনটি।

ঈদুল আযহার আগে টানা ৪৩ দিন কঠোর লকডাউন শুরু থেকে সারাদেশে ক্ষতিগ্রস্ত দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্য নিয়ে শুরু হয় এই কর্মসূচি। দুই দফায় তারা দীর্ঘ মেয়াদী এ কার্যক্রমটি পরিচালনা করেন।

প্রত্যেক জেলা এবং রাজধানীর কার্যক্রম মধুর ক্যান্টিন থেকে পরিচালিত হয়। অনেক শিক্ষার্থীর জন্য বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করে ছাত্রলীগ। পুরো কার্যক্রমটি পরিচালনা করেন, বাংলাদেশ ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, ধর্ম সম্পাদক তুহিন রেজা, ত্রান সম্পাদক ইমরান জমাদ্দার, স্বাস্থ্য সম্পাদক মাহমুদ ফয়সাল।

খাদ্য সামগ্রী পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাংলাদেশ ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন,এভাবে বাড়ি বাড়ি এসে ছবি না তুলে, খাবার পৌঁছে দেয়া প্রশংসার দাবি রাখে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আপাতত লকডাউন না থাকায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ থাকবে। তবে, প্রয়োজন হলে ছাত্রলীগ আবারোও সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে।

ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, মোট ৪৩ দিনে এরকম ৪৪৬৭ জন খাদ্য কার্যক্রমের সুবিধা পান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত