কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্মারক 'বজ্র তর্জনী'র মোড়ক উন্মোচন

1470

Published on সেপ্টেম্বর 1, 2021
  • Details Image

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায অনুষ্টিত হয়েছে। পরে আলোচনা সভায় স্বারক গ্রন্থ “বজ্র তর্জনী"র মোড়ক উন্মোচন করা হয়।

৩০ আগস্ট সোমবার বিকাল ৫টার সময় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত ওই সভায় প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য।

উক্ত আলোচনা সভার প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড সিরাজুল মোস্তফা বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শের এবং চেতনার, সকলের মাঝেই আগস্ট যেনো হৃদয়ে এক কান্নার বন্যা হয়ে আসে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক নাজনীন সারওয়ার কাবেরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক এম এ মঞ্জুর, বাংলাদেশ ছাত্রলীগে উপ-পাঠাগার সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় উপস্থিতি বিশেষ অতিথিরা বলেন, জাতির জনকের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে সেটা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাঁর আদর্শকে বুকে লালন করে সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

বক্তারা ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের নিহত শহীদ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত