শোকাবহ আগস্টের শেষ দিনে গাজীপুরের কালিয়াকৈরে শোক সমাবেশ

806

Published on সেপ্টেম্বর 1, 2021
  • Details Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার শোকাবহ আগস্ট মাসের শেষ দিন, ৩১শে আগস্ট ২০২১ইং, বেলা সাড়ে ৩ টায় গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভাস্থ সফিপুর মালেক চৌধুরী ম্যামোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক বিশাল শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুরার কবীর। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে গিয়ে ২১ বার ষড়যন্ত্রকারী ঘাতকচক্রের হামলার শিকার হয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শত সহস্র ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন। আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রোরেল দৃশ্যমান।।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোঃ মোশারফ হোসেন জয়। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে বাঙালি জাতির আদর্শকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শ, এই আদর্শ কে বুকে ধারন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার বিনির্মানে মুজিব আদর্শের এক ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করতে চাই।

উক্ত শোক সমাবেশে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম লিংকন ও সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদ সরকার।

বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিকদার মোশাররফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জোহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক এড. হারুন অর রশীদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল হক মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ ছানোয়ার সরকার প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত