1286
Published on আগস্ট 30, 2021গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার ৩নং ওয়ার্ডে ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে ওয়ার্ডবাসীর জন্য করোনার টিকা গ্রহণের রেজিস্ট্রেশনের পদ্ধতি সহজ করার লক্ষ্যে হেল্প ডেস্কের মাধ্যমে ফ্রি রেজিস্ট্রেশন এবং টিকা কার্ড প্রিন্ট করে প্রদান করা হচ্ছে। ৩০শে আগস্ট রোজ সোমবার ৩নং ওয়ার্ডের গোয়ালবাথান এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর পৌর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইমরান খান ইমন এর পরিচালনায় হেল্প ডেস্ক পরিদর্শন করেন কালিয়াকৈর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ গাফফার মোল্লা, জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেরাজ মৃধা, ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের রিপন আহমেদ রাব্বি, ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইহনাথ শরিফ প্রমুখ।