948
Published on আগস্ট 30, 2021স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্ট ২০২১ রবিবার গাজীপুর জেলা ছাত্রলীগের পক্ষথেকে গাজীপুর জেলার শ্রীপুর থানার আওতাধীন ভাওয়াল রাজাবাড়ি ইউনিয়নের পাবরিয়াচালা গ্রামের, জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম ও আল এমদাদ এতিম খানার প্রায় ৫ শতাধিক এতিম মাদ্রাসার ছাত্র ও আলেম ওলামা নিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এসব কর্মসূচি পালন করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ও এতিম অসহায় ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক ওমর সানি। ৮ নং রাজাবাড়ির মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ আজাদ। ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি, শাহজাহান পলান। গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র মুক্ত সুখী সুন্দর বাংলাদেশ নির্মাণ। ১৫ই আগষ্ট ১৯৭৫ সালে সেই স্বপ্নকে ধ্বংস করতে সপরিবারে তাঁকে হত্যা করে পৃথিবীর ইতিহাসে বর্বরচিত ঘটনার জন্ম দেয়া হয়। জাতির জন্য এটি ছিল অপূরনীয় এক ক্ষতি।