কর্মহীন দিনমজুরদের মাঝে ছাত্রলীগের ত্রাণ বিতরণ অব্যাহত

1347

Published on আগস্ট 29, 2021
  • Details Image

শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কর্মহীন ও দিনমজুরদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে ছাত্রলীগ।

রবিবার (২৯ আগস্ট) রাজধানীর মগবাজার মোড়ে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত থেকে করোনায় বিপাকে পড়া দিনমজুর ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘শোকাবহ আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে দিনমজুরদের মাঝে ‘দেশরত্ন শেখ হাসিনার উপহার’ তুলে দেওয়া হয়েছে। কর্মহীন হয়ে পড়া মানুষগুলো যেন খাবার সংকটে না পড়ে এজন্য বাংলাদেশ ছাত্রলীগ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।’

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, ‘চলমান কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কর্মহীন দিনমজুর, যারা কাক ডাকা ভোর থেকে মজুরি বিক্রির আশায় বসে থাকে কিন্তু কাজ মেলে না, তাদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ‘দেশরত্ন শেখ হাসিনার উপহার’ তুলে দেওয়া হয়েছে। সেবার ব্রত নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ‘দেশরত্ন শেখ হাসিনার উপহার’ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

Live TV

আপনার জন্য প্রস্তাবিত