রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বানভাসি মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ

1957

Published on আগস্ট 26, 2021
  • Details Image

পৃথিবীর জুড়ে যখন করোনা মহামারী সংকটে ঠিক এমন সময় রংপুরে তিস্তা অববাহিকায় নিম্নাঞ্চল প্লাবিত। ভারত থেকে নেমে আসা ঢলে তিস্তার ভাঙ্গণের স্বীকার পরিবারগুলো এবং পানি বন্দী মানুষগুলো এখন বড্ড অসহায়। রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের মিনার বাজার সহ ২ নং, ৭নং ও ৮নং ওয়ার্ডের পানিবন্দি মানুষের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ, রংপুর জেলা শাখার উদ্যোগে আজ প্রায় ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে রংপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সনির নেতৃত্বে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

আর্তমানবতার সেবায় বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অবহেলিত অসহায় ও দুঃখী মানুষের জন্য নিবেদিত। করোনা সংকট সহ সবধরনের দুর্যোগে জনমানুষের জন্য রংপুর জেলা ছাত্রলীগ কাজ করে যাচ্ছেন বলে জানান নেতৃবৃন্দ। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত