উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

583

Published on আগস্ট 26, 2021

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভা‌বে কাজ কর‌তে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের উন্নয়নে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বুধবার (২৫ আগস্ট) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু পাঠাগারে জেলা আওয়ামী লীগের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ কথা বলেন।

তিনি বলেন, কিছু কুচক্রী মহল আওয়ামী লীগের সুনাম নষ্টের কাজ করছে। তাদেরকে প্রতিহত করতে হবে।

মতবিনিময় সভায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, একেএম জাহাঙ্গীর, যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশসহ জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা, উপ‌জেলা আওয়াম‌ী লী‌গের নেতাকর্মীরা তা‌কে ফুলেল শু‌ভেচ্ছা জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত