শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ

801

Published on আগস্ট 25, 2021
  • Details Image

১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২১ পালনে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র পক্ষ থেকে বাংলাদেশ কৃষক লীগ ০৪ নং ওয়ার্ড, কাফরুল থানা, ঢাকা মহানগর উত্তর-এর আয়োজনে আজ ২৫ আগস্ট ২০২১ইং সকাল ১০:৩০ ঘটিকায় কম সৌভাগ্যবান মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম খান, কাফরুল থানা কৃষক লীগের সভাপতি সৈয়দ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন রিপন, ০৪ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ হাশেম দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ হিরা মিয়া, মহানগর উত্তর, থানা ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে এবং মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি সহ আওয়ামী পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত শেষে কম সৌভাগ্যবান মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

একইভাবে শোকাবহ আগস্ট-২০২১ পালনে ঢাকা মহানগর সহ সারাদেশের সকল মহানগরের প্রতিটি ওয়ার্ডে এবং প্রত্যেক জেলায় ইউনিয়ন পর্যায়ে শোকাবহ আগস্ট মাসের ৩১ শে আগস্ট পর্যন্ত এই কর্মসূচি প্রতিদিন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত