853
Published on আগস্ট 25, 2021জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগর শাখার উদ্যোগে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ ২৫ আগস্ট বুধবার বেলা ১২টায় সিলেট মহানগরের পিটিআই মাঠে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, উপ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপ পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমেদ, কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট কামাল আহমেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ কয়েছ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবাংশু দাস মিন্টু।