চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

868

Published on আগস্ট 25, 2021
  • Details Image

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ছিল তৎকালীন জামাত-বিএনপি সরকারের সন্ত্রাসী কর্মকান্ডের অংশ। বাংলাদেশের সমসাময়িক রাজনীতির ইতিহাসে বর্বরোচিত ও কলঙ্কিত দিন ২১ আগস্ট। ২১ আগস্ট হামলার মূল টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী (তৎকালীন বিরোধীদলীয় নেত্রী) জননেত্রী শেখ হাসিনা। সেদিন নারী নেত্রী আইভি রহমান সহ বেশকিছু নেতা-কর্মী নিহত ও কয়েক শ’ নেতা-কর্মী, সমর্থক আহত হন। এই হামলার শিকার বহু লোক এখনও শরীরে ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন। হামলায় আওয়ামী লীগ সভানেত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তিনি বলেন, ১৯৭৫ থেকে ২০০৪ পর্যন্ত বেশ কয়েকটি হত্যাকান্ড হয়েছে, এসব হত্যাকান্ড শুধু হত্যাকান্ড নয়, একটা জাতির আদর্শ, স্বপ্নকে হত্যা করা। বাঙালি জাতিকে মেধাহীন ও রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা।

তিনি বলেন, আইভি রহমান শেখ মুজিবর রহমানের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্রের সংগ্রামে আত্মনিয়োগ করেন। দেশের প্রতিটি আন্দোলন ও সংগ্রামে আইভি রহমান সম্মুখসারির যোদ্ধা ছিলেন। তিনি জনসাধারণের পাশে থাকতেন। তার মধ্যে কোনো অহমিকা ছিল না। প্রয়াত আইভি রহমান রাজনীতি ছাড়াও সামাজিক কর্মকান্ডে নিজেকে উৎসর্গ করেছিলেন। আজ ২৪ আগস্ট ২০২১ (মঙ্গলবার) সকাল ১০টায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট নারী নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি কল্পনা লালা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা’র সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আবু জাফর, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেহেনা ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক পাপড়ী সুলতানা, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণারানী দাশ, শ্রম সম্পাদক জীবন আরা বেগম, শিক্ষা সম্পাদক ফাহমিদা আজিজ, শিল্প ও বাণিজ্য সম্পাদক শাহীন আকতার সানা, সদস্য বিবি জয়নাব, শাহনাজ বেগম, রোকেয়া, কামরুন্নাহার প্রমুখ।

সভার পূর্বে বিশিষ্ট নারী নেত্রী আইভি রহমান সহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত