1204
Published on আগস্ট 24, 2021২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহত দলীয় নেতা কর্মীদের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা শাখার আয়োজনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন নীলফামারী ২ আসনের মাননীয় সাংসদ আসাদুজ্জামান নূর এম,পি এবং বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসিকুল ইসলাম রিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধন বাপ্পী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা, যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তি ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী। উক্ত আলোচনা সভার সঞ্চালনা করেন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাছুদ মরকার ও সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা শাখার সংগ্রামী সভাপতি মনিরুল হাসান শাহু আপেল। নীলফামারী জেলা ছাত্র লীগ লীগ ও তার সকল ইউনিট ও উপজেলার নেতা কর্মী-গন স্বাস্থ্য বিধি মেনে ২৩ আগস্টের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় বক্তরা বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলা হয়েছিল।বক্তারা গ্রেনেড হামলায় জড়িত দের দ্রুত বিচারের দাবি করেন।