1297
Published on আগস্ট 24, 2021২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কালো পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন, ও ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
(২১-আগষ্ট) শনিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের উপ-পরিচালক (ছাত্রকল্যাণ) ও সহযোগী অধ্যাপক ড. মোঃ আরাফাত রানা, সহকারী প্রভোস্ট ও পিএমই বিভাগের শিক্ষক ড. ইসলাম মিয়া, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, চুয়েট এর সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু পরিষদ, চুয়েট এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং চুয়েট শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এ, টি, এম, শাহজাহান।
শিক্ষক সমিতির প্রচার ও সমাজ কল্যান সম্পাদক সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা চৈতী ও ভার্চুয়ালি চুয়েট ছাত্রলীগের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ ইমাম বাকের উপস্থিত ছিলেন।
এ ছাড়া চুয়েট ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইফফাত হক নিশান, আইন বিষয়ক সম্পাদক রাম কুমার দত্ত, পরিবেশ বিষয়ক সম্পাদক রিফাত আল হাসান, উপ-সম্পাদকদ্বয়ের মধ্যে প্রিয়ম, রিফাত কবির, কাব্য ও শাকিল প্রমূখ। পরে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।