724
Published on আগস্ট 24, 2021আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে। আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৬টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে কোরআন খতম, সকাল ৯ টায় ঢাকা-সিলেট মহাসড়কে নির্মিত শহীদ আইভি রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।
সকাল ১১ টায় ভৈরব কেবি হাইস্কুল মাঠে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সায়দুল্লাহ মিয়া। আলোচনা সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তবারক বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন পৃথকভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করেন তার বাগানবাড়ির কার্যালয়ে।
বঙ্গবন্ধুর স্নেহধন্য ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের পুরো নাম জেবুন নাহার রহমান আইভি। ১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরবের চণ্ডিবের গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। আইভি রহমান ১৯৫৮ সালের ২৭ জুন নবম শ্রেণিতে অধ্যয়নকালে তৎকালীন ছাত্রনেতা জিল্লুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আট বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট রাতে তার মৃত্যু হয়।