আইভী রহমানের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

1007

Published on আগস্ট 24, 2021
  • Details Image

একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।  দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আইভি রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।  পরে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, আইভি রহমান ছিলেন একজন নিরহঙ্কারী রাজনৈতিক নেত্রী।  

তিনি আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের আপিল শুনানি শিগগিরই উচ্চ আদালতে শুরু হবে। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ  ও দক্ষিণ আওয়ামী লীগ। 

আরও শ্রদ্ধা জানায় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত