জামালপুরের উপজেলা, পৌরসভাসহ সব সাংগঠনিক শাখার সম্মেলন শেষ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সোমবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মির্জা আজম, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আজম নাদেল বলেন, “আমরা প্রতি সপ্তাহে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা নিয়ে বসছি, তারই অংশ হিসেবে আজ জামালপুর জেলার সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে বসেছিলাম। বৈঠকে কেন্দ্রীয় নেতারা নানা দিক নির্দেশনা দিয়েছেন।
“আমাদের সিদ্ধান্তের মধ্যে জামালপুর জেলার সকল সাংগঠনিক ইউনিটের সম্মেলন দ্রুত সম্পন্ন করার করতে বলা হয়েছে। অতিদ্রুত সকল উপজেলা ও পৌরসভার সম্মেলন করতে হবে।”
বৈঠকের বিষয়ে জামালপুরের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, “জামালপুর জেলার মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি ২০২২ সালের মধ্যে সম্পন্ন করার জন্য বলা হয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি করার জন্যও সিদ্ধান্ত হয়েছে।”