গ্রেনেড হামলা দিবসে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের মানববন্ধন

699

Published on আগস্ট 23, 2021
  • Details Image

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনগুলো।

শনিবার (২১ আগস্ট) বিকেলে নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে প্রধান সড়কে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ব্যানার নিয়ে দলীয় নেতাকর্মীরা হামলায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়। সেইসাথে চিহ্নিত পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২০০৪ সালের ২১ আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলা করা হয়েছিল। এদেশ থেকে বঙ্গবন্ধুর পরিবারের নাম মুছে ফেলতেই বিএনপি-জামাত জোট এই বর্বোরোচিত হামলা চালায় বলে অভিযোগ করেন বক্তারা।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কলাণ মিত্র বড়ুয়া, মংক্যচিং চৌধুরী, তপন কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পার্থ ত্রিপুরা জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, জেলা যুবলীগ সম্পাদক ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগ আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত