চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা

857

Published on আগস্ট 22, 2021
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি দেশে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসের জন্ম দিয়েছে। জিয়াউর রহমান ১২জন বঙ্গবন্ধুর স্বীকৃত খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকুরী দিয়ে পূনর্বাসন করেন আর তার ছেলে তারেক ২১ আগষ্টে জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার চেষ্ঠা করেন আবার জজ মিয়ার নাটক সাজিয়ে ঐ একই ধারায় খুনিদের বাঁচানোর চেষ্ঠা করেন। ১৫ আগষ্টের নৈপত্যে মাষ্টার মাইন্ড জিয়াউর রহমান আর ২১ আগষ্টের মাষ্টার মাইন্ড সেদিনকার হাওয়া ভবনের যুবরাজ তারেক জিয়া। বিচারপতি জয়নাল আবেদীনকে দিয়ে একটা হাস্যকর তদন্ত রিপোর্ট দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং তারেক জিয়ার সন্ত্রাসী কার্যকলাপ স্বীকৃতি দেওয়ার অপচেষ্টা মাত্র। সেদিন নিহত শহিদ আইভি রহমান সহ সকল শহিদদের প্রতি তিনি ম্রদ্ধা নিবেদন করেন। আজ ২২ আগস্ট ২০২১ইং রবিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় ভার্চুয়াল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ এমপি ভার্চুয়াল বক্তবে বলেন, ১৫ আগষ্ট ও ২১ আগষ্টের হামলা একই সূত্রে গাথা। তারা এখনও দেশে ষড়যন্ত্রে লিপ্ত। তাই দলে বিবেদ ভুলে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দলের জন্য কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করুন।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম -৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দীন আহমেদ বলেন, তারেক জিয়া গংরা রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় জননেত্রী শেখ হাসিনাকে সেদিন হত্যা করতে চেয়েছিল। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস, দূর্নীতি ও দুঃসশাসনকে চিরস্থায়ী করা। তবে বিএনপি জামাতের সব ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি এস এম আবুল কালাম, আইন বিষয়ক সম্পাদক এড মির্জ কচির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড, জহির উদ্দীন, প্রদীপ দাশ, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন এমরান, কৃষি বিষয়ক সম্পাদক এড আব্দুর রশিদ, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী মঞ্জু, তথ্য ও গবেষনা সম্পাদক আব্দুল কাদের সুজন, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য নাছির আহমদ চেয়ারম্যান, ছিদ্দিক আহমদ বি কম, মাহবুবুর রহমান শিবলী, এ কে আজাদ, সাতকানিয়া আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব, কর্নফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: ফারুক চৌধুরী, বোয়ালখালি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, মহিলা নেত্রী খালেদা আক্তার চৌধুরী, অধ্যাপক ফাহমিদা জাহেদ চৌধুরী, জীবন আরা বেগম, ফেরদৌস বেগম চৌধুরী, দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক ও মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের, মৎস্যজিবি লীগের যুগ্ম-আহবায়ক সুরেশ দাশ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত