943
Published on আগস্ট 22, 2021রংপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বর্বরোচিত ভয়াল ২১শে আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন রংপুর জেলা আওয়ামী লীগ।
আজ ২১শে আগস্ট (শনিবার) সুর্যোদয়ের সাথে সাথেই দলীয় কার্যালয়ে জাতীয় উত্তোলনের পরে ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এরপর নগরীর সদ্য উদ্বোধন হওয়া রংপুর মডেল মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল করা হয়, দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সহ সভাপতি এ্যাডভোকেট ইলিয়াস আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা।
এছাড়াও মডেল মসজিদে দোয়ায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সহ: সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, আবু তালহা,জাসেম বিন জুম্মন,দপ্তর সম্পাদক আমিন সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন,সাংস্কৃতিক সম্পাদক আতিক উল আলম কল্লোল, বন ও পরিবেশ সম্পাদক সজীবুর রহমান প্রামাণিক, স্বাস্থ ও জনসংখ্যা সম্পাদক এরশাদুল হক রঞ্জু, উপ দপ্তর সম্পাদক জিনাত হোসেন লাভলু সহ সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠন সমূহের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।।
এছাড়াও মডেল মসজিদে মহিলাদের নামাজের স্থান থেকে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক লতিফা শওকতের নেতৃত্বে মহিলা নেতৃবৃন্দ দোয়ায় অংশগ্রহণ করেন।