731
Published on আগস্ট 21, 2021২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টে নিহতদের স্মরণে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শহীদদের স্মরণে স্থাপিত বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ওবায়দুল কাদের দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাটোরে ২১ আগস্ট শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপনের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। শনিবার সকালে শহরের কান্দিভটিুয়াস্থ আওয়ামী লীগ কার্যালয়ের পাশে সড়কের ধারে এই বৃক্ষরোপন করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেনে নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী জলি, দপ্তর সম্পাদক দিলীপ কুমার, জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান চৌধুরী এহয়িা, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগরে সভাপতি আমরিুল ইসলাম জনি,সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রমুখ।
২০০৪ সালের ২১ আগষ্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদ এবং খুনীদের বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে জেলা যুবলীগ। এর আগে সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন এর সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড সুলতান আহম্মেদ মৃধা, সাাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, জেলা যুবলীগের আহবায়ক এ্যাড, আরিফুজ্জামান রনি, যুগ্ম আহবায়ক এ্যাড. শহিদুল ইসলাম সহিদসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা পটুয়াখালীর দশমিনা উপজেলার নিহত ছাত্রলীগ কর্মী মামুন মৃধাসহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও দ্রুত সময়ের মধ্যে খুনীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
শনিবার (২১ আগস্ট) ফরিদপুরের মধুখালীতে বেলা ১২টায় আখচাষী কল্যাণ সংন্থা ভবনে একুশে আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত ও কুশিলবদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ মধুখালী শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রেনেড হামলায় নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিন মোল্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইনজামুমুল হক অনিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু।
বড়াইগ্রামে গ্রেনেড হামলায় জড়িতদের গ্রেফতার ফাঁসির দাবিঃ ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পৌরসভার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ এবং খুনীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা ছাত্রলীগ। আজ শনিবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভজ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হৃদয় আশিষ, সহ-সভাপতি বেল্লাল হোসেন পাভেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন হীরা, সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
২১শে আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত ও কুশীলবদের গ্রেফতার ও বিচার দাবীতে নাটোরে মানববন্ধন ও রক্তদান কর্মসূচী পালন করেছে আওয়ামীলীগ। দুপুরে নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কানাইখালি পুরাতন বাস টার্মিনালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ২১শে আগষ্ট গ্রেনেড হামলা বিএনপির প্রত্যক্ষ মদদে হলেও সেই সব কুশীলবদের বিচার আজও হয়নি। অবিলম্বে হামলায় জড়িতদের বিচারের দাবি জানান তারা।
২০০৪ সালের গ্রেনেড হামলার হত্যার বিচারের দাবিতে শনিবার (২১ আগস্ট) সকালে শেরপুর শহরের বঙ্গবন্ধু স্কয়ার মোড়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক মানববন্ধনে ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান আতিক।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর পৌর সভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও সারাদেশের জেলা উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।