902
Published on আগস্ট 19, 2021বিএনপি-জামাতের প্রত্যক্ষ মদদে ২০০৫ সালের ১৭ই আগস্ট সংঘটিত জঙ্গি সিরিজ বোমা হামলার দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন করেছে ময়মনসিংহ মহানগর যুবলীগ। মঙ্গলবার (১৭ আগস্ট) ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মোহাম্মদ শাহীনুর রহমান দেশের বিরুদ্ধে যে কোন ধরনের ষড়যন্ত্র বিএনপি-জামাত, মৌলবাদ-জঙ্গি গোষ্ঠীর অপশক্তিকে রুখে দেবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় যুবলীগের সদস্য গোলাম মোস্তফা কামাল শামীম, রাসেল আহমেদ, জিয়াউল হক জিয়া, শেখ মোঃ আল আমিন, ইফফাত হোসেন রিজন, আমিনুল এহসান বরাত, মহানগর যুবলীগ নেতা মারুফ হোসেন মুন্না, মহমুদুল হাসান সম্রাট, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের আহবায়ক শাহজাহান মুনির ও মহানগর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাফসির আলম রাহাতসহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।