778
Published on আগস্ট 19, 2021১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীরা। মঙ্গলবার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপুরে ৩ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে সংগঠনটির নেতা-কর্মীরা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সারোয়ার হোসেন বাবুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, মেহেদি হাসান সুমন, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, দাউদকান্দি পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, মেহমুদ চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য জায়েদ আহমেদ জুলহাস, হাসানুজ্জামান হাসান, বাকি চৌধুরি সহ কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীরা।
১৭ আগস্টে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের আমলে সারাদেশে একযোগে ন্যক্কারজনক বোমা হামলার বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সভায় নেতৃবৃন্দ বলেন, এই জঘন্য অপরাধের সাথে যারা ঐ সময় জড়িত ছিল তাদেরকে এবং একে যারা সহযোগিতা পৃষ্ঠপোষকতা করেছিল তাদেরকেও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। তারা আরো বলেন ১৫ আগষ্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতক সকল খুনীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
এসময় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের নেতৃবৃন্দ বলেন, ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতার হত্যাকাণ্ড, দেশে জঙ্গি শাসন কায়েম করতে একযোগে সারাদেশে ১৭ আগস্টের বোমা হামলা এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। তৎকালীন সময়ে বিএনপি-জামাতের মদদেই এই হামলা সংঘটিত হয়েছিল। এসময় বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই হামলার সাথে যারা জড়িত ছিল সবাইকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে, বঙ্গবন্ধুর আদর্শে গড়া যুবলীগের নেতাকর্মীরা কঠোরভাবে রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ই আগস্ট, বাংলাদেশের ৬৩টি জেলায় একযোগে ঘটানো হয়, বোমা হামলা। একসাথে হামলার মাধ্যমে দেশে নিজেদের সংঘবদ্ধ উপস্থিতির ঘোষণা করেছিলো জঙ্গি জেএমবি।
২০০৫ সালের ১৭ই আগস্ট। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি, জঙ্গি গোষ্ঠী সারা দেশে একযোগে বোমা হামলা চালায়। প্রমাণসরূপ সে সময় নিজেদের প্রচারপত্র বা লিফটেট ছড়িয়ে দেয় তারা। ওই হামলায় দুই জন নিহত হলেও আহত হন অনেক।