সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে নীলফামারী জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

988

Published on আগস্ট 18, 2021
  • Details Image

২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার বার্ষিকীতে মঙ্গলবার নীলফামারী জেলায় মানববন্ধন, আলোচনাসভা, প্রতিবাদ সমাবেশ প্রভৃতি কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠন সমূহ।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান,সদর উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসিকুল ইসলাম রিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধণ বাপ্পী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা, যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তি ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী। নীলফামারী জেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী-গন স্বাস্থ্য বিধি মেনে ১৭ আগস্টের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

এসময় বক্তরা বলেন, ২০০৫ সালে ১৭ আগস্ট তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারে প্রত্যক্ষ মদদে সারা দেশে জঙ্গিবাদী গোষ্ঠীর সিরিজ বোমা হামলা হয়েছিল। তারা এই দেশকে জঙ্গি রাষ্ট্রতে পরিণত করতে চেয়েছিল। এসময় বক্তরা এই ঘটনার বাকি মামলা গুলোর দ্রুত চার্জসিটসহ প্রতিটি মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়নের দাবি জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত