সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে পাবনায় যুবলীগের মানববন্ধন

709

Published on আগস্ট 18, 2021
  • Details Image

২০০৫ সালে ১৭ আগস্ট দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন করেছে পাবনা জেলা যুবলীগ। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকাল ৫টায় শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অসম্প্রদায়িক বাংলাদেশে জঙ্গী তৎপরতা ও তাদের মদদ দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে যুবলীগ।

এসময় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, যুগ্ম আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনি, ভাড়ারা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খানসহ বিভিন্ন ওয়ার্ড, পৌর ও সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শোকাবহ এই আগস্ট মাসে জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে গুলিকরে হত্যা করে এই দেশীয় একটি কুচক্রী মহল। এই আগস্ট মাসেই জঙ্গীদের নির্দেশ দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে জঙ্গী রাষ্ট্রে পরিনত করতে চেয়ে ছিলো জামাত-বিএনপি। এই জঙ্গীরা সেদিন সারা দেশে এক যোগে সিরিজ বোমা হামলা চালিয়ে ছিলো।

তারা বলেন, সেদিনের হামলায় প্রাণহানীসহ বহু মানুষ আহত হয়েছে। সেই হামলার ঘটনার অনেক জঙ্গী এখনো কারাগারে আছেন। আবার অনেকেই আইনের ফাঁক ফোকরে বেরিয়ে এসেছেন। সেই জঙ্গীদের বৃত্তিদাতারা এখনো এই দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সকল জঙ্গী সংগঠনকে আইনের আওতায় নিয়ে এসে তাদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত