সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

694

Published on আগস্ট 18, 2021
  • Details Image

২০০৫ সালে ১৭ আগস্টে সারা দেশে জঙ্গিবাদী গোষ্ঠীর সিরিজ বোমা হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. লোকমান হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আবদুল খালেক বাবুল, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ প্রমূখ।

এসময় বক্তরা বলেন, ২০০৫ সালে ১৭ আগস্ট তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারে প্রত্যক্ষ মদদে সারা দেশে জঙ্গিবাদী গোষ্ঠীর সিরিজ বোমা হামলা হয়েছিল। তারা এই দেশকে জঙ্গি রাষ্ট্রতে পরিণত করতে চেয়েছিল। এসময় বক্তরা এই ঘটনার বাকি মামলা গুলোর দ্রুত চার্জসিটসহ প্রতিটি মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়নের দাবি জানান। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত