সিরিজ বোমা হামলার প্রতিবাদে শেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

709

Published on আগস্ট 17, 2021
  • Details Image

শেরপুরে আজ ১৭ আগষ্ট মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় জেলার নিউমার্কেট থেকে থানা মোড় পর্যন্ত। ২০০৫ সালের ১৭ আগষ্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। তারই প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এম পি, আরো বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ‍্যাডভোকেট চন্দন কুমার পাল (পিপি)এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌরমেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এম পি, বলেন, “১৭ আগষ্ট বোমা হামলা করে জঙ্গিরা দেশকে অশান্ত করতে চেয়েছিল। এটি একটি জঘন্য ঘটনা, তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরো বলেন শেরপুরের মাটি তথা বাংলাদেশে জঙ্গিদের কোন ঠাই নেই।

তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেন” এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন অংশগ্রহণ করে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত