দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন প্রতিহত করতে মঙ্গলবার দুপুরে শহরের ডিবি রোডে কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধনের কর্মসূচি পালন করা হয়। গাইবান্ধা জেলা যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে। এতে যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব প্রমুখ। বক্তারা বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত জোটের প্রত্যক্ষ মদদে জঙ্গি সংগঠন জেএমবি ৬৩ জেলায় ৫শ’ পয়েন্টে একসাথে সিরিজ বোমা হামলা চালায়। এই হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত এখনও জঙ্গিদের উস্কানি দেয়ার অপচেষ্টা করছে। তাদের এ অপচেষ্টা কোনদিনই সফল হবে না। বক্তারা আরও বলেন, শোকের মাসে বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করা হলে তা প্রতিহত করা হবে।