1167
Published on আগস্ট 17, 2021১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় গরীব, দুস্থ জনসাধারনের মাঝে খাবার বিতরন করা হয়।
জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা বিভিন্ন যায়গায় সকাল ১০ টা থেকে রান্না শুরু করে বেলা ১ টার দিকে এই খাবার বিতরন করেন। খাবার বিতরণে চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সভাপতি তানভীর হোসেন তপু উপস্থিত থেকে নিজ হাতে জনসাধারণের মাঝে খাবার তুলে দেন।
এসময় জেলা ছাত্রলীগ এর সভাপতি তানভীর হোসেন তপু বলেন,জাতির জনক শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। ১৯৭৫ এর ১৫ আগস্টে ঘাতকেরা বঙ্গবন্ধু কে হত্যা করে বাংলাদেশের নাম কে মুছে দিতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের হাল ধরেন। করোনাকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগ অসহায় মানুষের পাশে ছিল তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগকে সাথে নিয়ে অসহায় দুস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছি।