শোক দিবসে পাবনায় কৃষকলীগের উদ্যোগে কোরআন খতম,আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

782

Published on আগস্ট 16, 2021
  • Details Image

পাবনায় ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলা শাখা কৃষকলীগের উদ্যোগে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ আগষ্ট) দুপুরে জেলা আ.লীগ কার্যালয়ে সদর উপজেলা কৃষকলীগের সভাপতি শহিদুল রহমান শহিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বক্তব্যে এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ছিলেন বাংলার মাঠি ও মানুষের নেতা, তিনি দেশের কৃষকদের নিয়ে স্বপ্নের দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাই কৃষকলীগের মাধ্যেমে সেই স্বপ্ন পুরোন করার আহবান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযুদ্ধা আবুল কালাম আজাদ বাবু, প্রচার সম্পাদক কামিল হোসেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নু প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর’স পরিবারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত