জাতীয় শোক দিবসে ত্রিশালে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

1859

Published on আগস্ট 16, 2021
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগ ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে দলীয় কার্যালয়ে ১৫ আগস্ট সন্ধ্যায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় নেতৃবৃন্দ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পঁচাত্তরের ১৫ই আগস্ট নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। হত্যাকাণ্ডে জড়িত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামীদের যারা পলাতক রয়েছে তাঁদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকরের দাবী জানান। নেতারা বলেন, বঙ্গবন্ধু হত্যার ছেচল্লিশ বছর অতিবাহিত হতে চলছে, একুশ বছর লেগেছিল ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বিচার কাজ শুরু করতে, এরপরে আরও একুশ বছরের বেশি সময় চলে গেছে, আমরা চাই দ্রুত বিচারিক আদেশ বাস্তবায়িত হোক। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আইনের শাসনের যে নজির স্থাপিত হয়েছে, বাংলাদেশের মানুষ তা যুগে যুগে স্মরণ করবে। নেতারা সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর্দার আড়ালের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবী জানান।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক এ এন এম শোভা মিয়া আকন্দের সভাপতিত্বে এবং অপর যুগ্ম-আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য এড. জিয়াউল হক সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ভিপি আবদুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মেজবাহ উদ্দিন বিএসসি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ এবং যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ, ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, রামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল আলম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইবরাহিম খলিল শান্ত, পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর মন্ডল প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদকবৃন্দ, পৌর শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়। ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখা আওয়ামী লীগের উদ্যোগেও যথাযথ স্বাস্থ্য বিধি মেনে দোয়া, আলোচনা ও কাঙালি ভোজের আয়োজন হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত