শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদদের সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

511

Published on আগস্ট 16, 2021
  • Details Image

বাঙালি জাতি রাষ্ট্রের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে আজ ১৫ আগস্ট ২০২১ তারিখ সকাল সাড়ে ৭ টায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সকাল সাড়ে ৮ টায় বনানী গোরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের নেতৃবৃন্দ।

ভোর ৫ টা থেকে ১১ টিমে বিভক্ত হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের জন্য আগত মানুষের মাঝে শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক এর দায়িত্ব পালন করে স্বেচ্ছাসেবক লীগ। এর মধ্যে ১টি মহিলা টিম ও ১ টি মেডিকেল টিম দায়িত্ব পালন করে। মেডিকেল টিম রক্তদান কর্মসূচীর আয়োজন করে।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে স্বপরিবারে শাহাদাত বরণ করেন আমাদের আদর্শের পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে বাঙালি জাতি স্মরণ করছে তাঁর শ্রেষ্ঠ সন্তানকে। আজকের এই দিনে জাতির পিতার পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসীর দন্ড কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্ককমুক্ত করার দাবী জানাই।

সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন স্বেচ্ছাসেবক লীগ দেশব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানকে বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছে। তিনি বলেন শোককে শক্তিতে পরিনত করে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ ও লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। বঙ্গবন্ধু বাংলাদেশ এক অভিন্ন। যে মুজিব জনতার সে মুজিব মরে নাই। মুজিব আছে প্রতিটি বাঙালির হৃদয়ে স্বমহিমায়।

তিনি বলেন, সকাল ৯ টায় বনানী ১৫ নং মাঠে বনানী থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৭০০ লোকের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। সকাল ১০ টায় গুলশান ২ নং গোলচত্বরে ৫০০ লোকের মাঝে রান্না করা খাবার ও আরবী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। সকাল ১১ টায় সার্বজনীন পূজা উদযাপন পরিষদে আয়োজনে ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১ টায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ধোলাইর পাড়ে ৬০০০ লোকের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। বিকাল সাড়ে ৩ টায় কলবাগান থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কলাবাগান ক্রীড়া চক্রের সামনে ৫০০ লোকের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

বিকাল ৪ টায় নিউমার্কেট থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গাউছিয়া মার্কেটের সামনে ৫০০ লোকের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। বিকাল সাড়ে ৪ টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনস্থ ১৬ নং ওয়ার্ডের হাতিরপুল এলাকায় ৩০০ লোকের মাঝে খাদ্য সামগ্রী ও ১০০ লোকের মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।

বিকাল ৫ টায় কলাবাগান বাসস্ট্যান্ডে যুব সমাজের উদ্যোগে ৫০০ লোকের মাঝে রান্না করা খাবার বিতরণ শেষে হাজারীবাগ থানা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ৫০০ এতিম শিশুর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়াও দেশের প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানুষের মাঝে রান্না করা খাবার ও শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ প্রার্থণা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত