541
Published on আগস্ট 16, 2021জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ৫০ জন অসহায় দরিদ্র মানুষ পেলেন স্থায়ী কর্মসংস্থানের সুযোগ। আজ দুপুরে রাজধানীর সবুজবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসের উদ্যোগে এসব পরিবারকে পুনর্বাসন করা হয়।
এতে ১০ জনকে নতুন ১০টি রিকশা, ৫ জনকে ৫টি ভ্যান গাড়ী, ৩০ জন মহিলাকে ৩০টি সেলাই মেশিন, ৩টি পরিবারের মাঝে ৩টি ঠেলাগাড়ী এবং ২ জন পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়াও করোনা রোগীদের জন্য জরুরি অক্সিজেন সেবা চালু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ঢাকা-৯ আসনের এমপি সাবের হোসেন চৌধুরী।
স্থানীয়রা জানান, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। কারণ মানুষের স্থায়ী কর্মসংস্থান অনন্য উদ্যোগ। উপকারীরাও জানান, তারা এখন কাজ করে দুটো মুঠো ভাত খেতে পারবেন। স্বপ্ন দেখেন স্বাবলম্বী হবেন। পরে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।