বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের শোক দিবস পালন

786

Published on আগস্ট 16, 2021
  • Details Image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১৫আগস্ট বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে  জাতীয় শোক দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়।  কর্মসূচির শুরুতেই জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

রোববার ১৫ আগস্ট সকাল সাড়ে সাতটায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, এক মিনিট নীরবতা পালন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডঃ মকবুল হোসেন, টি এম মুসা পেস্তা, এডভোকেট আব্দুল মতিন, এডভোকেট মকবুল হোসেন মুকুল, এডভোকেট রেজাউল করিম মন্টু, এডভোকেট আমানুল্লাহ, প্রদীপ কুমার রায়, যুগ্মসাধারণ সম্পাদক মনজুর আলম মোহন, একেএম আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, আইন সম্পাদক অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল-রাজী জুয়েল, বন ও পরিবেশ সম্পাদক শেরিন আনোয়ার জর্জিস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো,শিক্ষা মানব সম্পদ সম্পাদক আনোয়ার পারভেজ রুবন, শিল্প-বাণিজ্য সম্পাদক তপন চক্রবর্তী, শ্রম সম্পাদক রুহুল আমিন তারিক, সাংস্কৃতিক সম্পাদক এসএম শাহজাহান, উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, উপ-প্রচার সম্পাদক মাহফুজুল ইসলাম রুমেল, জেলা আওয়ামী লীগ   সদস্য আবু সেলিম, এম এ বাসেদ, আতিকুর রহমান দুলু, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু, অধ্যক্ষ আহসানুল হক, তহিদুল করিম কল্লোল, সাইফুল ইসলাম বুলবুল, আব্দুল্লাহআল-ফারূক,আলমগীর হোসেন স্বপন, আলতাফুর রহমান মাসুক, প্রভাষক সোহরাব হোসেন সান্নু, প্রভাষক কামরুল হুদা উজ্জল, গৌতম কুমার দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল,  জেলা যুবলীগের সভাপতি শুভাশিস পোদ্দার লিটন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন, যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট লাইজিন আরা লিনা ও সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায়,তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাজন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বাদ জোহর জেলা আওয়ামী লীগের আয়োজনে বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে বঙ্গবন্ধু সহ পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রানও সমাজ কল্যাণ সম্পাদক আখতারুজ্জামান ডিউক, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক এসএম শাহজাহান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাজন প্রমুখ। উপস্থিত মুসল্লীবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় অসহায় নেতাকর্মীর মাঝে শতাধিক শাড়ি, লুঙ্গি বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিকের ব্যক্তিগত অর্থায়নে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল রাজি জুয়েল, জেলা আওয়ামী লীগের সদস্য রোমানা আজিজ রিংকি, জেলা পরিষদের  মহিলা সদস্য মাহফুজা খানম লিপি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান,  যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা ১৯ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত