কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত

612

Published on আগস্ট 15, 2021
  • Details Image
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পৌরসভা, কুড়িগ্রাম প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করে।
 
রোববার (১৫ ‍আগস্ট) সকালে জেলা আওয়ামী লীগ ঘোষপাড়াস্থ কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও শোক র‌্যালির আয়োজন করে। পরে সকাল সাড়ে ৯টায় কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, কুড়িগ্রাম প্রেসক্লাব, পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও পেশাজীবী সংগঠন।
 
শোক জানাতে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান প্রমুখ।
 
অপরদিকে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত