‘যারা মুজিবকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, তারাই মুছে যাচ্ছে’

1319

Published on আগস্ট 15, 2021
  • Details Image

যারা মুজিবকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, তারাই আজ ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ৩২ নম্বরের সিঁড়িতে নিথর পড়ে থাকা শরীর শুধু একজন জাতির পিতার নয়, একজন স্বাধীনতার স্থপতির।

রোববার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সেই রক্তাক্ত নিথর শরীর ছিল সবুজ-শ্যামল বাংলার প্রতীক। মাটি ও মানুষের আজন্ম ধারকের বুক বিদীর্ণ করেনি বুলেট, করেছিল তারই অর্জিত বাংলাদেশের পতাকার মতো উদার লাল-সবুজের হৃদয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবরা এখনও সক্রিয়, তারা চায় না দেশের উন্নয়ন হোক, পদ্মাসেতু, মেট্রোরেল কর্ণফুলী টানেল হোক।’

বিএনপির শাসনামলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়নি, তারা পাহাড়িদের সংঘর্ষে উস্কে দিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘১২ বছর আগের পার্বত্য চট্টগ্রাম আর আজকের পার্বত্য চট্টগ্রাম এক নয়। আজ পাহাড়ি এলাকা উন্নয়ন-অর্জনে সমৃদ্ধ।’

গণটিকা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানুষের আগ্রহে ভাটা সৃষ্টি করার জন্য বিএনপি অপচেষ্টা করছে। ভ্যাকসিন নিয়ে কোনো সংকট হবে না। আগামী ছয় মাসের মধ্যে কোটি কোটি ভ্যাকসিন আসবে।’ একদিকে বিএনপি অপপ্রচার চালায় আবার সবার আগে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করে বলেও মন্তব্য করেন তিনি।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে রাঙ্গামাটি প্রান্তে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুসা মাতব্বর।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত