বাগেরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত

475

Published on আগস্ট 15, 2021
  • Details Image

বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের সূচনা হয়। রবিবার সকাল সাতটায় বাগেরহাট শহরের রেলরোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আর জেলা প্রশাসন শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহী আলম বাচ্চু, ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানসহ দলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

তারা বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদেরকে হত্যা করে ঘাতকরা। ওই সময়ে দেশের বাইরে থাকায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যান। আজকে শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধু আজ নেই তবে তার রক্ত আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার করেন নেতারা।

এছাড়াও উপজেলাগুলোতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। দিবসটি উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ, দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। জেলা কারাগার, হাসপাতাল ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশন করছে প্রশাসন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত