নীলফামারী জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত

693

Published on আগস্ট 15, 2021
  • Details Image

নীলফামারীতে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল থেকে জেলাজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূর্য উদয় ক্ষণে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করে।

সকাল ৯.৩০ মিনিট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শেষে আলোচনা সভা করা হয়। বাদ জোহর জোর দরগাহ এতিমখানা মাদ্রাসায় দোয়া ও এতিমদের মাঝে (পৌর আওয়ামী লীগ।) এর পক্ষ থেকে খাদ্য বিতরন করা হয়া।

পৌর সভার সকল মসজিদে১৫ আগস্ট শহিদদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়। দলীয় কার্যালয়ে দিন ব্যাপী জাতির পিতার ভাষণ ও দেশাত্মবোধক গান পরিবেশে করা হয় ।

১৫ আগস্টের সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান,সদর উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসিকুল ইসলাম রিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধণ বাপ্পী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া ইসলার রুপালি, সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা, যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তি ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী। নীলফামারী জেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী-গন স্বাস্থ্য বিধি মেনে ১৫ আগস্টের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন । 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত