521
Published on আগস্ট 15, 2021মাদারীপুর জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ নানা সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এর মধ্যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও রবিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা যুবলীগের সভাপতি আতাহার আলী সর্দার, জেলা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার প্রমুখ।
পরে বিভিন্ন স্থানে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এদিকে মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হয়। পরে জেলা আওয়ায়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও শিবচর, রাজৈর, কালকিনি ও ডাসার উপজেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন করা হয়।