677
Published on আগস্ট 14, 2021জেলা সদরের মিরকাদিমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে পৌর যুবলীগ। শনিবার (১৪ আগস্ট) দুপুরে উত্তর রামগোপালপুর এলাকায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
মিরকাদিম পৌর যুবলীগ নেতা মো. আব্দুল্লাহ সোহেল আয়োজিত এ ত্রাণ বিতরণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুস সালাম, জেলা কৃষকলীগের সভাপতি মো. মহসীন মাখন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, কাউন্সিলর আব্দুর রহিম বাদশা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, অ্যাড. মো. গোলাম মাওলা তপন, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. মনিরুজ্জামান রিপন, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. পলাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ আইন সম্পাদক আপন দাস, পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মোহাম্মদ রকি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সেকান্দর হোসেন প্রমুখ।