টেকনাফে যথাযথ মর্যাদায় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের বিশেষ জরুরী সভা সম্পন্ন

648

Published on আগস্ট 13, 2021
  • Details Image

স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে টেকনাফ উপজেলা যুবলীগের এক বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল ৩ টায় পৌরসভার শাপলা চত্বরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে টেকনাফ উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি নুরুল আলম চেয়ারম্যানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল কবিরের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ জরুরী সভায় বক্তব্য রাখেন, টেকনাফ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, মোহাম্মদ আবদুল্লাহ, টেকনাফ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল ফারুক, সাঃ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সাঃ সম্পাদক আমজাদ হোসেন খোকন, সাবরাং ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ূন কবির, সাঃ সম্পাদক নুরুল আলম নুরু, শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সাঃ সম্পাদক মোহাম্মদ আমিন, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাঃ সম্পাদক আনোয়ার হোসেন, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নুরুল মোস্তাফা মানিক, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন প্রমুখ। 

বিশেষ জরুরী সভায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালনে গৃহিত কর্মসূচীর মধ্যে রয়েছে- টেকনাফ উপজেলা যুবলীগের আওতাধীন প্রতিটি ইউনিটে ১৫ আগস্ট সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় কালো ব্যাজ ধারণ, সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সকাল ৯টায় খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং সকাল ১০টায় শোক দিবসের আলোচনা সভা।

এছাড়া উপজেলার আওতাধীন হ্নীলা ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ২৩ আগস্ট, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের (উত্তর ও দক্ষিণ শাখা) যৌথ উদ্যোগে ২৫ আগস্ট, সাবরাং ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ২৬ আগস্ট, শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ২৯ আগস্ট এবং বাহারছড়া ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ৩১ আগস্ট খতমে কোরআন, মেজবান ও আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান অতিথি উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি নুরুল আলম চেয়ারম্যান বলেন, ১৫ই আগস্টের শোককে শক্তিতে পরিণত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনকল্যাণে এগিয়ে যাওয়া কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত