1207
Published on আগস্ট 13, 2021আগামী ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, এতিমখানা, কিন্ডার গার্টেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।
মিরাজুল ইসলাম বলেন, উপজেলার প্রাথমিক বিদ্যালয় (১৮৯ টি) মাধ্যমিক বিদ্যালয় (৩৮টি) মাদ্রাসা (৩৮ টি) কলেজ (৯টি) এতিমখানা (২৮ টি) সহ সকল ইউনিয়ন পরিষদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
এছাড়া শোকের মাস উপলক্ষ্যে বিভিন্ন মসজিদ, মন্দির ও মাদ্রাসায় মাসব্যাপী কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাত, প্রার্থনা ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মিরাজুল ইসলাম।