761
Published on আগস্ট 13, 2021বঙ্গমাতার অনন্য ভূমিকার উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, বঙ্গমাতা ছিলেন স্বাধীনতা সংগ্রামের নির্ভীক সহযাত্রী। আমৃত্যু জীবনসঙ্গী হিসেবে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছেন তিনি । আবার সহযাত্রী হিসেবেই ১৫ আগষ্টে জীবন উৎসর্গ করেছেন। এই মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান অম্লান রাখার জন্য দেশের প্রতিটি উপজেলায় বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
.
আজ বৃহস্পতিবার (১২ আগষ্ট) যশোরের ঝিকরগাছা উপজেলার ফুল বিপণন কেন্দ্রে কোভিড-১৯এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তা ফুলচাষীদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে কোভিড-১৯এ ক্ষতিগ্রস্ত ৭৬জন ফুল চাষীদের মাঝে ৪% সরল সুদে ৭৬লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী আরো বলেন, ফুল মানুষের ভক্তি, ভালবাসা, শ্রদ্ধা ও পবিত্রতার প্রতিক। বঙ্গমাতার ৯১তম জন্মদিন উপলক্ষ্যে ফুলচাষীদের প্রণোদনার মাধ্যমে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পিত হল। বাণিজ্যিকভিত্তিতে ফুলের উৎপাদনে মহিলা উদ্যোক্তাদের অধিকহারে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি বলেন, অর্থনৈতিক সমৃদ্ধিই ছিল জাতির পিতার মূল লক্ষ্য। অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ইচ্ছা ছিল বাঙালি জাতি অত্যন্ত মর্যাদার সঙ্গে সারা পৃথিবীতে বিচরণ করবে। জাতির পিতার সেই স্বপ্নসাধ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন ।
মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের বতর্মান অবস্থার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের মাথাপিছু আয় ২হাজার ২২৭ডলার, যেখানে ভারতের আয় এক হাজার ৯৪৭ডলার ও পাকিস্তানের মাথাপিছু আয় এক হাজার ২০০ডলার। কোভিভ চলাকালীন সময়েও দেশের উন্নয়ন থেমে নেই।
যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন যশোর -২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:)ডাঃ মোঃ নাসির উদ্দীন এমপি, কৃষিবিদ মোঃআবদুল কাদের, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রমুখ।