1581
Published on আগস্ট 12, 2021সিরাজগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী কেজি স্কুল মাঠে শতাধিক মানুষের মধ্যে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল এসব মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। চাল-ডাল-আলু, লবন ও তেল পেয়ে কর্মহীন এসকল মানুষকে যুবলীগকে ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতের রুহের মাগফেরাত কামনা করেছেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে সদর থানা যুবলীগের এসএম বারী, মাহাবুবুর রহমান, জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ভাষানী, যুবলীগ নেতা আলহাজ্ব সরকার, মোমিন হাসান, আকাশ বিন শেখ, সৌরভ তালুকদার উপস্থিত ছিলেন। জেলা যুবলীগের পক্ষে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্র-সংসদের সাবেক এ.জি.এস ইমন সরকার ত্রাণ কার্যক্রমে সার্বিক সহায়তা করেন।