1211
Published on আগস্ট 12, 2021বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করেছে। জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা শহরের বঙ্গবন্ধু‚ চত্বরে সকাল ১১টার দিকে অনলাইন প্লাটফর্মে যুক্ত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন নীলফামারী-২আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
অনলাইন প্লাটফর্মে যুক্ত থেকে এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বক্তব্য দেন। এছাড়া জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা বার সমিতির সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক জনাব ওয়াদুদ রহমান।
জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ।
ছাত্রলীগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন-পরিকল্পনা ছিলো তা বাস্তবায়ন করছেন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা।
দেশটাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন।
করোনা মহাসংকটকে অত্যন্ত সাফল্যের সঙ্গে মোকাবেলা করেছেন, বহু দেশ আমাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে। আমরা তো ইউরোপ আমেরিকার মত ধনী দেশ নই তারপরও আমাদের ঈশর্নীয় সাফল্য রয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল জানান, করোনা প্রতিরোধক এই বুথে ছয়টি অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে। ফোন পাওয়া মাত্র আমরা রোগীর বাসায় সিলিন্ডার পৌঁছে দিয়ে আসবো।
পাশাপাশি এখান থেকে মাস্ক এবং সুরক্ষা উপকরণও বিতরণ করা হবে বলে জানান তিনি।
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            