বঙ্গমাতার জন্মদিনে নীলফামারী জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল

618

Published on আগস্ট 10, 2021
  • Details Image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিন ও জাতীয় দিবসে নীলফামারী জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়ায় ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের জন্য দোয়া ও করোনা আক্রান্ত দেশবাসির জন্য প্রার্থনা করা হয়।

রবিবার বিকাল ৫টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়স্থ দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ’এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ সহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


উল্লেখ্য, ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল ‘রেণু’। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট রাতে সংঘটিত নির্মম হত্যাকান্ডের ঘটনায় নিহত হন বঙ্গমাতা ফজিলাতুন নেছা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত