কুড়িগ্রাম জেলা ‍আওয়ামী লীগের উদ্যোগে ৩ স্পটে করোনা প্রতিরোধক‌ বুথ উদ্বোধন

601

Published on আগস্ট 10, 2021
  • Details Image

কুড়িগ্রাম জেলা পরিষদের সামনে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করেছেন সাবেক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা ‍আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. জাফর আলী।

করোনা পরিস্থিতি বৃদ্ধিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে জেলা পরিষদ, পৌরসভা ও কুড়িগ্রাম সদর হাসপাতালের সামনে ৩টি করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয় বলে জানা গেছে। এটিএম বুথের আদলে তৈরি এই বুথের মাধ্যমে দ্বিতীয় ব্যক্তির সহযোগিতা ছাড়াই জনসাধারণ ‘সেলফ হেল্প’ পদ্ধতিতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারবেন এবং একই সাথে নিজের ব্যবহৃত মাস্ক ডিসপোজ করে সহজেই নতুন মাস্ক সংগ্রহ করা যাবে৷ সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই বুথে সেবা মিলবে সম্পূর্ণ বিনামূল্যে।

এ বিষয়ে জানতে চাইলে জাফর আলী বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের নিয়মিত হাত ধোয়া এবং মাস্ক পরার অভ্যাস গড়ে তোলার জন্যই এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে৷ বর্তমানে তিনটি করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হলেও পর্যায়ক্রমে জনবহুল স্থানে আরো করোনা প্রতিরোধক বুথ স্থাপন করব।

এদিকে উদ্বোধনের পরপরই স্থাপিত ৩টি বুথ থেকে নিম্নআয়ের শ্রমজীবী মানুষের অনেককেই বুথ থেকে মাস্ক সংগ্রহ করতে দেখা গেছে৷ বিনামূল্যে করোনা প্রতিরোধক বুথের সেবা পেয়ে নিম্নআয়ের এসব শ্রমজীবী মানুষ অত্যন্ত খুশি হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল কাদের, জেলা পরিষদ সদস্য মো. একরামুল হক বুলবুল, আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, জেলা যুবলীগের সদস্য আলম, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত